মহাভারত- ভারত তথা সমগ্র পৃথিবীর সবচেয়ে বড় মহাকাব্য। এটি অপর মহাকাব্য ‘ইলিয়াড ও ওডেসি’ এর দশগুণ ও রামায়নের চার গুণ। এতে আছে প্রায় ১৮ লক্ষ শব্দ। বাংলায় একটি প্রচলিত কথা আছে,“যা ভারতে নাই, তা ভারতে নাই”। এমন কিছু নেই যা মহাভারতে পাওয়া যাবে না। তাই ধর্ম নির্বেশেষে প্রত্যেক মানুষের এই মহাকাব্য পড়া তথা শ্রবণ করা উচিত। কিন্তু আজ আমি আপনাদের কাছে মহাভারতের বই নিয়ে আসি নি, সরাসরি ভিডিও নিয়ে এসেছি ভারতের এই বীরত্ব গাথা। ইতি মধ্যেই ‘স্টারপ্লাসে’ প্রচারিত ‘মহাভারত’ বিপুল জনপ্রিয়তা লাভ করেছে যা বাংলাতে ‘স্টার জলশায়’ প্রচারিত হয়। আমার বিশ্বাস,সময়ের অভাবে অনেকেই মহাভারতের এই পর্বগুলোর সবগুলো দেখতে পারে নি। তাই যারা দেখেছেন কিংবা দেখেননি; সবাই বার বার দেখুন। জীবনের অনেক জটিল প্রশ্নের উত্তর পাবেন এখানে।
No comments:
Write comments